অস্ট্রেলিয়া জুড়ে উদযাপিত হচ্ছে ঈদ-উল-ফিতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০২ এএম, ৩০ এপ্রিল,
বুধবার,২০২৫

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছে অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম সম্প্রদায়।চাঁদ দেখার পদ্ধতি নিয়ে ভিন্নতা থাকায় আজ ১মে এবং আগামীকাল ২মে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর।
আজ অস্ট্রেলিয়া জুড়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।সিডনি মেলবোর্ন সহ প্রায় সকল মসজিদ ও খোলা মাঠে ও পার্কে ঈদ জামাত হয়েছে। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সিডনির অলেম্পিক পার্কে। আবহাওয়া ভালো থাকায় ঈদের দিন সকাল থেকে ছোট বড় সবাই পাঞ্জাবি পায়জামা পড়ে জামাতের উদ্দ্যেশে আসতে থাকে। অধিকাংশ ঈদ জামাত কানায় কানায় ভরা ছিলো।কোন কোন মসজিদে দুই-দিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামাতেই কয়েক হাজার বাংলাদেশী ও অন্যান্য ক্যুমিউনিটির মুসলিমরা উপস্থিত ছিলেন।
সিডনির প্যারামাট্টা পার্কে ঈদের নামাজে প্রধানমন্ত্রী স্কট মরিসন, প্রাক্তন প্রধানমন্ত্রী কেভিন রাড সহ লেবার ও লিবারেল পার্টির বেশ কিছু হেভিওয়েট নেতারা হাজির হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
