avertisements 2

দীর্ঘ ১৮ মাস পর খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৩৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text


করোনা নিয়ন্ত্রণে, ভ্যাকসিনের লক্ষ্যমাত্রাও পূরণ হতে চলেছে, তাই অস্ট্রেলিয়ার মানুষ এবার বিদেশ সফরে যেতে পারবেন।

বন্ধ ছিল প্রায় ১৮ মাস। এবার দরজা খুলছে। অস্ট্রেলিয়ার মানুষের বিদেশ সফরের উপর আর বাধা থাকছে না। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দিয়েছেন, আর কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার মানুষ বিদেশে যেতে পারবেন।

তিনি অবশ্য নির্দিষ্ট কোনো দিন ঘোষণা করেননি। তবে জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়ে গেলেই বিধিনিষেধ তুলে নেয়া হবে। আর সেটা হবে সপ্তাহ কয়েকের মধ্যেই। সরকার এখন সেই পরিকল্পনা তৈরি করছে।

 প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার মানুষকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হবে। তারপর দ্রুত বিদেশিদেরও অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হবে।

করোনা সামলাতে ২০২০ সালে অস্ট্রেলিয়া তার দরজা বন্ধ করে দেয়। বিদেশ থেকে নিজেদের কিছু নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া কাউকে আসতে দেয়া হয়নি। যারা অস্ট্রেলিয়া গেছেন, তাদের বাধ্যতামূলকভাবে নিজেদের খরচে হোটেলে নিভৃতবাস করতে হয়েছে। দেশের মানুষকেও বিদেশে যেতে দেয়া হয়নি। DW

বিষয়: করোনা
avertisements 2