avertisements 2

‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ মোদিকে নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ আগস্ট,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৮:৪৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমাদের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা যেন উচ্চতা ছুঁতে পারে। আন্তর্জাতিক বন্ধু দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানান ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।

ভারতকে ২০১৯ সালের বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের চিরদিনের বন্ধুত্ব ও সম্পর্ক অব্যাহত থাকুক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই বার্তায় নেতানিয়াহু বলেন, আমাদের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা যেন উচ্চতা ছুঁতে পারে। ওই পোস্টের সঙ্গে মোদি ও নেতানিয়াহুর একটি ছবি দেয়া পোস্ট করা হয়, যাতে দেখা যাচ্ছে দুই দেশের প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতে একে অপরের হাত ধরে রয়েছেন।

ভারতকে ২০১৯ সালের বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের চিরদিনের বন্ধুত্ব ও সম্পর্ক অব্যাহত থাকুক। এদিকে ভারতে অবস্থিত ইসরাইলি দূতাবাস বন্ধু দিবস উপলক্ষে বিখ্যাত হিন্দি চলচ্চিত্র ‘শোলের’ ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ গানটি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে। ২০১৪ সালে হিন্দুত্ববাদী মোদি ক্ষমতায় আসার পর থেকেই সব সময় ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক গড়েছে ভারত।

২৫ বছরের দূরত্ব ভেঙে ২০১৭ সালে ভারত- ইসরাইল ৪২.৩ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক সমঝোতা স্বাক্ষর করে। এ ছাড়া আরও ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দেশদুটির মধ্যে। দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর নেতানিয়াহুই প্রথম শুভেচ্ছাবার্তা পাঠান। গত মাসেই ইসরাইলের ভোট চলাকালীন ইহুদিবাদী নেতানিয়াহুর সঙ্গে করমর্দনরত মোদির ব্যানার দেখা যায় তেলআবিব শহরে। আগামী সেপ্টেম্বরে ইসরাইলে পুনঃভোটের আট দিন আগে ভারতে আসছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2