উত্তর কোরিয়ায় অস্ট্রেলীয় শিক্ষার্থী নিখোঁজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুন,বৃহস্পতিবার,২০১৯ | আপডেট: ০৮:৪৮ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

উত্তর কোরিয়ায় অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী তাঁকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম অ্যালেক সিগলে। ২৯ বছর বয়সী ওই শিক্ষার্থী পিয়ংইয়ংয়ে থাকতেন। অ্যালেকের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান তাঁর বন্ধুরা। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে এসব কথা বলা হয়েছে।
অস্ট্রেলিয়া জরুরি ভিত্তিতে ঘটনার সত্যতা জানতে চেয়েছে উত্তর কোরিয়ার কাছে। অ্যালেক সিগলেকে পিয়ংইয়ংয়ে আটক করা হয়েছে কিনা-তা নিশ্চিত করতে পারেনি তাঁর পরিবারও। তবে মঙ্গলবার থেকে অ্যালেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে তাঁর পরিবার সূত্র জানিয়েছে। সূত্র আরো জানায়, অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।
বিষয়টিকে অত্যন্ত গুরুতর পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা অস্ট্রেলীয় ওই ছাত্রের পরিবারকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আটক হয়ে থাকলে কী কারণে ওই অস্ট্রেলীয় নাগরিককে আটক করা হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিকে, দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী বলেছেন, অ্যালেক সিগলেককে আটকের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা যোগাযোগ করেছেন উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনিও।
সিগলিক গত বছর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে বসবাস করছেন। তিনি দেশটির কিম ইল-সাং ইউনিভার্সিটিতে কোরিয়ান সাহিত্যে মাস্টার্স পড়ছেন। পাশাপাশি একটি ব্যবসাও পরিচালনা করেন সেখানে। দেশটিতে পশ্চিমা পর্যটকদের ভ্রমণের ব্যবস্থা করতেন তিনি। সূত্র : বিবিসি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
