ফেসবুকে প্রেমিকার ছবি ভাইরাল করে প্রেমিক কারাগারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০১:৪৮ এএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

মৌলভীবাজারের জুড়িতে প্রেমিকার সাথে দীর্ঘদিন ধরে প্রেম চলাকালে প্রেমিকার ছবি তুলে রাখেন প্রেমিক তাজ উদ্দিন (৩০)। এক পর্যায়ে তাজ উদ্দিন অন্যত্র বিয়ে করেন।
সম্প্রতি প্রেমিক তাজ উদ্দিন ঐ মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এতে ঐ মেয়ের বাবা আজ শনিবার (৩১ ডিসেম্বর) মৌলভীবাজারের জুড়ী থানায় মামলা করলে পুলিশ তাজ উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তাজ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের জহুর আলীর পুত্র।
পুলিশ ও মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের ঐ মেয়ের সাথে দীর্ঘদিন ধরে তাজ উদ্দিনের প্রেম চলছিল। এ সুযোগে তাজ উদ্দিন প্রেমিকার বিভিন্ন রকমের ছবি তুলে রাখে। অতিসম্প্রতি তাদের প্রেমে বিচ্ছেদ ঘটে এবং তাজ উদ্দিন অন্যত্র বিয়ে করেন । গত ৪/৫ দিন আগে তাজ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রেমিকার ছবি ছড়িয়ে দেয়।
এ ঘটনায় প্রেমিকার বাবা শনিবার জুড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ তাজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে এবং আদালত তাকে জেল হাজতে পাঠান।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে আসামিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ
