অপহরণের ৫৬ ঘণ্টা পর মাটি খুঁড়ে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:২৫ এএম, ৬ মে,মঙ্গলবার,২০২৫

দিনাজপুরের খানসামায় অপহরণের ৫৬ ঘণ্টা পর মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় ৮ বছর বয়সী শিশু আরিফুজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় খানসামা উপজেলার পাকেরহাট এলাকার পুলিশের সাবেক গাড়িচালক আব্দুস সালামের বাড়ির আঙিনা খুঁড়ে বস্তাবন্দি হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আব্দুস সালাম নীলফামারী সদর থানার পুলিশের গাড়িচালক ছিলেন। তিনি ঠাকুরগাঁও গ্রামের বাড়িতে থাকায় এ বাড়িতে ছিলেন না। বাড়িটিতে দুজন ভাড়াটিয়া আছেন, যাদের একজন সন্দেহভাজন অপহরণকারী।
পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খানসামা উপজেলার খামারপাড়া ইউপির কায়েমপুর ডাক্তারপাড়া গ্রামের আতিউর রহমানের ছেলে আরিফুজ্জামান অপহরণ হয়। এরপর তার মোবাইলে এক লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে তথ্য-প্রযুক্তির সহায়তায় সম্পৃক্ততারর অভিযোগে সন্দেহভাজন তিন যুবককে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার কায়েমপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সরিফুল (২৪), গফুর উদ্দীন শাহপাড়া গ্রামের ওবায়দুরের ছেলে শামীম (২২) ও একই এলাকার রিয়াজুলের ছেলে শাহিনুর।
তাদের কাছ থেকে তথ্য নিয়ে রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় খানসামা উপজেলার পাকেরহাট এলাকার নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়িচালক আব্দুস সালামের বাড়ির আঙিনা খুঁড়ে বস্তাবন্দি হাত-পা বাঁধা অবস্থায় শিশু আরিফুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম বলেন, দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।