avertisements 2

চলন্ত অবস্থায় লাশ ছুড়ে ফেলে পালিয়ে গেলো বাস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:২০ পিএম, ১০ জানুয়ারী,শনিবার,২০২৬

Text

টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় পরিবহন নামে একটি বাস থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় লাশটি ফেলা দেওয়া হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সোমবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে ফেলে দেওয়া হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত এবং বাসটি জব্দ করার চেষ্টা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2