চেয়ারকে ‘ঢাল’ বানিয়ে রক্ষা পেলেন আ. লীগের কেন্দ্রীয় নেতারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩২ পিএম, ১০ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তাদের দিরাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় বিদ্রোহী গ্রুপের মোশাররফ ও রঞ্জন রায়কে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
৮ বছর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার বিএডিসি মাঠে আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শত শত আওয়ামী লীগের কর্মী-সমর্থক সম্মেলনে যোগদান করেন।
আমন্ত্রিত অতিথিরা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই বিদ্রোহী গ্রুপের সাবেক মেয়র মোশাররফ ও যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে একটি মিছিল সম্মেলনস্থলে প্রবেশ করে মঞ্চ লক্ষ্য করে ইটপাটকেল ও হামলা শুরু করে। এ সময় কেন্দ্রীয় নেতারা চেয়ার দিয়ে ঢাল বানিয়ে আত্মরক্ষা করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।
১০-১৫ মিনিটব্যাপী চলা সংঘর্ষে আহত হয়েছেন মঞ্চে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিক মিয়া, হাসান মিয়া, এমরান, রেজা মিয়াসহ অন্তত ৫০ জন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ
