avertisements 2

গুপ্তধন ভেবে লুকিয়ে রাখা হয়েছিল অবিস্ফোরিত মর্টার শেল, পরে উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০৩ এএম, ১৫ মে, বুধবার,২০২৪

Text

নেত্রকোনার দুর্গাপুরে ভেকুচালক আজিজুল ইসলাম (৩৮) লম্বাকৃতির ধাতব কিছু পেয়ে ভেবেছিল বিশেষ কোনো গুপ্তধন। তাই সবার অগোচরে পুকুর থেকে পাওয়া সেই বস্তুটি নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল সে। বিষয়টি জানাজানি হলে শনিবার (২২ অক্টোবর) পুলিশ এসে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে। দুর্গাপুর সদর ইউনিয়নের নলোয়াপাড়া চায়নারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, মর্টার শেলটি উদ্ধারের বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে। আগামীকাল (২৩ অক্টোবর) বোমা নিষ্ক্রিয়করণ দল আসার কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ অক্টোবর) নলোয়াপাড়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দিনের পুরাতন পুকুর খননযন্ত্র (ভেকু) দিয়ে খনন করেন আজিজুল ইসলাম। খননের সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল পান তিনি। গুপ্তধন ভেবে সেটি লুকিয়ে বাড়িতে নিয়ে যান আজিজুল। এরপর বেশ কয়েকবার সেটি কাটার উদ্যোগ নেন। কিন্তু প্রতিবেশীরা চলে আসায় ব্যর্থ হন।

শনিবার সকালে আজিজুল বাড়িতে না থাকায় তাঁর আট বছরের ছেলে মর্টার শেলটিকে বাইরে এনে দা দিয়ে আঘাত করতে থাকে। এ সময় প্রতিবেশি এক ব্যক্তি দেখে ছেলেটিকে থামান। আজিজুল বাড়িতে এলে তাকে মর্টার শেলটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে হস্তান্তর করতে বলেন তিনি। পরে দুপুরে আজিজুল স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কুদ্দুসকে বিষয়টি খুলে বলেন। ওই জনপ্রতিনিধি মোবাইলে দুর্গাপুর থানা পুলিশকে ঘটনাটি জানালে তারা সেটি উদ্ধার করে।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নলুয়াপাড়া এলাকায় একটি মাঠে রাখা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2