avertisements 2

পরিকল্পতভাবে নুসরাতের চরিত্র হননের অপচেষ্টা চলছে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৪১ এএম, ১৪ মে,মঙ্গলবার,২০২৪

Text

ফেনীর চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, একটি কুচক্রি মহল পরিকল্পতভাবে তার বোনের চরিত্র হনন ও নানা প্রন্থা অবলম্বন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করছে। 

রোববার দুপুর ১২টার দিকে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে এসব অভিযোগ করেন নোমান।

নিহত নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, “অতীব দুঃখের বিষয় হলো আমেরিকায় পলাতক ইউটিউবার ইলিয়াস হোসেন আমার বোন নুসরাত জাহান রাফির চরিত্র হনন করে নানান মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া বক্তব্য, ত্রুটিপূর্ণ ছবি, ভিডিও ও অডিও এডিটিং করে একটি কন্টেন্ট তৈরি করেছেন। তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।”

তিনি আরও বলেন, “ইলিয়াস হোসেন উক্ত কন্টেন্টে পরিকল্পিতভাবে নুসরাতের উপর অগ্নি সন্ত্রাসের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

বিজ্ঞ আদালতের বিরুদ্ধাচরণ করে সংঘটিত এ সকল বিতর্কিত ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এটর্নি জেনারেল, আইনমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাতকে আলিম পরীক্ষার কেন্দ্র সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাদে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার ঘটনায় ১৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2