তালাবন্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০৭ এএম, ১১ মে,রবিবার,২০২৫

ঢাকার কেরানীগঞ্জে তালাবন্ধ একটি ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশে থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
শনিবার রাতে উপজেলার মডেল টাউন এলাকার ব্যাপারী ভিলার অষ্টম তলায় ফ্ল্যাটের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মুক্তি মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত চঞ্চলা বিশ্বাস (৩২) তার স্বামী বিপ্লব সমাদ্দারের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিপ্লব একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চঞ্চলা রাজবাড়ীর বালিয়াকান্দি মাশালিয়া গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে।
এসআই মুক্তি বলেন, ওই ভবনের বাসিন্দারা তালা দেয়া ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
ওই এলাকার কিছু সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে জানিয়ে এই পুলিশ সদস্য বলেন, “ফ্ল্যাটের ভেতর থেকে বেশ কিছু আলামত ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্বামীই তাকে হত্যা করে ঘর তালাবন্ধ করে পালিয়েছে।”
ময়নাতদন্তের জন্য মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশীদ বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বামীকে ধরতে চেষ্টা চলছে।