রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০৩ এএম, ১০ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

রেহেনা পারভীন দৃষ্টি। ছবি: সংগৃহীত
ট্রেনের ধাক্কায় রাজবাড়ী সরকারি কলেজের অনার্সে পড়ুয়া ছাত্রী রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার মৃত রুহুল আমিন ভূঁইয়ার মেয়ে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-পোরাদাহ ট্রেন রুটের পোরাদাহগামী লোকশেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দৃষ্টি রাজবাড়ী বাজারের ২ নম্বর রেলগেটের অদূরে লোকশেড এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদাহগামী ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, দৃষ্টির সঙ্গে তার পরিবারের সদস্যদের বোঝাপড়া ভালো ছিল না। ফলে এ ঘটনাকে অনেকে আত্মহত্যা বলে ধারণা করছেন।
হাসপাতালে নেওয়ার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার পথেই দৃষ্টি মারা যায়। বিষয়টি রাজবাড়ী থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
