avertisements 2

দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় পাশের বাড়ির আলমিরা থেকে শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ সেপ্টেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪০ পিএম, ১০ মে,শুক্রবার,২০২৪

Text

ছবি- নিহত সায়মা জাহান

নরসিংদীর শিবপুরে সায়মা জাহান (৮) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের আখড়া মন্দিরের পাশে আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়ার ঘরের আলমারি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সায়মা। নিহত সায়মা জাহান উপজেলার যোশর গ্রামের সারোয়ার জাহানের মেয়ে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।  
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সায়মা জাহান। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তার সন্ধান না পেয়ে খেলতে যাওয়া পাশের বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়ার শিশুসন্তানকে জিজ্ঞেস করলে সে জানায়, সায়মা তাদের ঘরে আছে।  

পরে ভাড়াটিয়া হানিফ মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বস্তাবন্দি অবস্থায় শিশু সায়মার লাশ উদ্ধার করা হয়। এ সময় ভাড়াটিয়া হানিফ মিয়া ও তার স্ত্রী শেলী বেগমকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু সায়মার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নিহত শিশুর স্বজনরা জানায়, সায়মা জাহানের কানে স্বর্ণের দুটো দুল ছিল। ওই দুল দুটো নিতে গিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হানিফ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক সুরতহালে নিহত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছি। ’ 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2