avertisements 2

অগ্নিদগ্ধ শিক্ষিকার মৃত্যুর ঘটনায় নতুন মোড়, ফেঁসে যাচ্ছেন স্বামী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৬ পিএম, ৩ মে,শুক্রবার,২০২৪

Text

কুমিল্লায় অগ্নিদগ্ধে নিহত প্রভাষক তাহমিনা আক্তার মুনার মৃত্যুর রহস্য ভিন্ন দিকে মোড় নিচ্ছে।

গত বুধবার (৭ সেপ্টেম্বর) নিহতের ভগ্নিপতি তরিকুল ইসলাম তাহমিনার স্বামী সুমনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরিবার বলছে, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

এরপর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তাহমিনার স্বামী সুমন জামিন চাইতে আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক হাকিম মাজহারুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মুজিবুর রহমান।

তাহমিনার স্বামী সুমনের দাবি, বাসার ভেতর অগ্নিদুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

এদিকে তাহমিনার ভগ্নিপতি তরিকুল ইসলাম বলেন, সুমন বেকার ছিলেন। তাই ব্যবসার কথা বলে মুনার কাছে ১০ লাখ টাকা যৌতুক চান। এই টাকা না পাওয়ায় মুনাকে হত্যা করেছেন।

নিহতের বোন মাসুমা খাতুন বলেন, আমার বোন হাসপাতালে মারা যাওয়ার আগে সব বলে গেছে। ঘটনার রাতে সুমন তার ফ্ল্যাটের পানির লাইন অফ করে দেয়। পরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় মুনার শরীরে। তিনি আরও জানান, প্রেম করে ২০১৭ সালে মুনা ও সুমনের বিয়ে হয়। তাদের সাফা নামে আড়াই বছরের মেয়ে রয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক হানিফ সরকার বলেন, সুমনকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2