জমির প্রকৃত মালিককে ভূমিদুস্য আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৬ এএম, ১২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৫

খুলনার প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিয়া ইসা হোসেনের কিছু সম্পত্তি দখলে জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে অভিযোগ পাওয়া গেছে ।এই বিশেষ মহলের সদস্য শৈশব রায় তার কথিত স্ত্রী শাহীন গত ৩১ আগষ্ট খুলনা প্রেস ক্লাবে বটিয়াঘাটার চরখালির মাসালিয়া মৌজার একটি জমি নিয়ে সংবাদ সম্মেলন করে মরহুম মিয়া ইসার স্ত্রী সোনাডাঙ্গা আবাসিক এলাকা নিবাসী নার্গিস আরা সহ বেশ কয়েকজনের নামে মিথ্যা, বানোয়াট, মনগড়া ,মানহানিকর অভিযোগ করে। যা পরদিন বেশ কয়েকটি পত্রিকা হয়।
প্রকৃত সত্য হচ্ছে বটিয়াঘাটার চরখালি মাছালিয়া মৌজার উক্ত অভিযোগকারীদের কোন জমিতে নারগিস আরার নেতৃত্বে জলধর বৈরাগী, আনন্দ মন্ডল, আব্দুল্লাহ মোল্যা ও দিনারসহ ১০/১২ জন রোববার সকাল ৯ টায় বা অন্য কোন সময়ে অভিযোগকারীদের কোন জমিতে প্রবেশ করেন নাই, জীবনাশের কোন হুমকি প্রদান করেন নাই, বা কোন ধরনের চারা রোপণ করেন নাই। ঐ ধরনের কোন ঘটনা ঘটেনি। সোনাডাঙ্গা আবাসিক এলাকার মরহুম মিয়া ইসা হোসেন-এর স্ত্রী নারগিস আরা বেগম তার স্বামীর রেকর্ডীর স্বত্ব দখলীয় জমিতে বরবার স্বত্ব দখলদার আছেন। বরং ওই জমি অন্যায়ভাবে দখল করতে প্রশাসন ও মিডিয়া সহায়তা পেতে শৈশব রায় তার কথিত স্ত্রী শাহীন গংরা সংবাদ সম্মেলনে মিথ্যা, বানোয়াট মানহানিকর অভিযোগ করে। এছাড়া দেওয়ানী ৯৭/২২ নং কোন মোকদ্দমার বিষয়ে সংশ্লিষ্ট কেউ অবগত নয়।
শৈশব রায় তার কথিত স্ত্রী শাহীন জমির প্রকৃত মালিককে ভূমিদুস্য আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন পর থেকে নারগিস আরা, জলধর বৈরাগী, আনন্দ মন্ডল, আব্দুল্লাহ মোল্যা ও দিনার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঐ কুচক্রী মহল কর্তৃক বড় ধরনের ক্ষতির আংশকা করছেন। এই ব্যাপারে ভুক্তভুগিরা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষন করে ব্যবস্হা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
