avertisements 2

মোটরসাইকেলে পদ্মা সেতু পার হতে গিয়ে যুবক আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:০৬ পিএম, ১৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬

Text

বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পরে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়। আটক খালেদ মাহফুজ নড়াইল জেলার নরাগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনীর একটি দল একটি মোটরসাইকেলসহ খালেদ মাহফুজকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মাওয়া প্রান্তে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে আসেন খালেদ মাহফুজ। জাজিরা প্রান্তে আসলে সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে। পরে মোটরসাইকেলসহ মাহফুজকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2