পুলিশ যেভাবে উদ্ধার করল প্রবাসীর টাকা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৫৩ এএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

সৌদি প্রবাসী লোকমান মিয়া
নরসিংদী হয়ে গত শনিবার ঢাকা যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের সৌদি প্রবাসী লোকমান মিয়া (২৮)। এ সময় তার সঙ্গে থাকা ১০ লাখ ৩৫ হাজার টাকা ভুলবশত সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যান তিনি। পরবর্তীতে সরাইল থানা-পুলিশের ভূমিকায় পুরো টাকাটাই তিনি ফেরত পেয়েছেন। এই টাকা উদ্ধার অভিযানে ছিলেন সরাইল থানার উপপরিদর্শক হোসনে মোবারক। যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।
কীভাবে উদ্ধার হলো প্রবাসীর সেই টাকা? হোসনে মোবারক এই অভিযান সম্পর্কে আরটিভি নিউজকে জানিয়েছেন, লোকমান মিয়া টাকা সিএনজিতে রেখে চলে যান। পরে টাকার কথা মনে পড়লে ফিরে এসে আর সিএনজিটি খুঁজে পাচ্ছিলেন না। এরপর থানায় এসে টাকা হারানোর কথা জানান।
অভিযোগ পেয়ে আমরা বের হয়ে সিএনজিটির খোঁজ নিতে শুরু করি। সিএনজিটি কার হতে পারে? কয়টার সময় ওই স্টেশন থেকে ছেড়েছে, সিএনজিটির সিরিয়াল নাম্বার, সেটা থেকে সিএনজি চালক ও মালিকের নাম্বার উদ্ধার করি। তারপর মালিকের নাম্বারে ফোন দিয়ে সিএনজি চালককে থানায় আনি।
হোসেনে মোবারক বলেন, থানায় আনার পর জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে চালক টাকার কথা অস্বীকার করে। পরবর্তীতে জেরার মুখে ও মামলার কথা বললে সিএনজি চালক টাকার কথা স্বীকার করে। এই স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়িতে গিয়ে হারানো টাকাগুলো উদ্ধার করা হয়।
সিএনজিটি খুঁজে বের করা থেকে টাকা উদ্ধার পর্যন্ত পুরো অভিযানে তাদের তিন ঘণ্টার মতো সময় লাগে বলে জানান হোসেনে মোবারক।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ
