৪ দিন ধরে নিখোঁজ বরিশালের এডিসি রাশেদুল ইসলাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৭:৫৬ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ছবি: সংগৃহীত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে- মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি গা-ঢাকা দিয়েছেন।
জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ। গত রোববার (৯ মার্চ) বেলা ২টার দিকে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এরপর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার শরফুদ্দিন আহমেদ জানান, এডিসি রাশেদ গত চার দিন অফিসে আসছেন না। এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত চারদিন তার কোনো খোঁজ নেই। বিষয়টি আমি পুলিশ হেডকোয়ার্টারে জানিয়েছি। এছাড়া এডিসি রাশেদের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে। সেটা তিনি নিখোঁজ হওয়ার পরে জেনেছি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
