avertisements 2

৪৪ ভোট পেলেন পরিচ্ছন্নতা কর্মী, হারালেন জামানত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জানুয়ারী, বুধবার,২০২৪ | আপডেট: ০৮:১২ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

জামানত খোয়ালেন পরিচ্ছন্নতাকর্মী মোছাম্মৎ রোকেয়া বেগম। ময়মনসিংহ-১ আসনের এই প্রার্থী ১৪৩ কেন্দ্রে ভোট পেয়েছেন ৪৪টি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হয়ে হাতের ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি।

জানা গেছে, কোনো প্রার্থীর জামানত ফিরে পেতে হলে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের বেশি ভোট পেতে হয়। কোনো প্রার্থী তা না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এই বিধি অনুযায়ী ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৩টি। তাই জামানত রক্ষা করতে হলে প্রার্থীকে পেতে হবে ২১ হাজার ৮১ ভোট। সেখানে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোছাম্মৎ রোকেয়া বেগম হাতের ছড়ি প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। 

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাত প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরেং পেয়েছেন ৭৩ হাজার ৮৫২ ভোট। এই দু’জন বাদে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী কাজল চন্দ্র মহন্ত লাঙ্গল প্রতীকে ৪৬৭ ভোট, তৃণমূল বিএনপির মার্শাল মালেশ চিরান সোনালি আঁশ প্রতীকে ২৭৫, ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান মিনার প্রতীকে ৩৫৮, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মুকলেছুর রহমান (হাতপাঞ্জা) প্রতীকে ২২১ পেয়ে জামানত হারিয়েছেন।

পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2