মৌলভীবাজার-২
ভোটে যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি: ইসলামী ঐক্যজোট প্রার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জানুয়ারী,রবিবার,২০২৪ | আপডেট: ০১:১৪ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি
অভিনব পদ্ধতিতে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি বলছেন, ‘ভোটে যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। কেউ ভোট চুরি করতে পারবে না।’
আজ শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আছলাম হোছাইন রহমানী এসব কথা বলেছেন।
মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেন, আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই, সঙ্গে জিনরাও খবর দেবে—ভেতরে কোনো কারচুপি হচ্ছে কি না।
মাওলানা আছলাম হোসাইন রহমানী ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি। তার প্রতীক মিনার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
