একই আসনে নৌকার প্রার্থী হতে চান বাবা-ছেলে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ নভেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৩৩ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন থেকে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাবা ও ছেলে। শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
নৌকার প্রার্থী হতে চাওয়া বাবা-ছেলে হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ও তার ছেলে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিষ ইসলাম।
জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেও তিনি পরাজিত হন। পরে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যশোর-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে তার ছেলে মোস্তফা আশিষ ইসলাম ১৯৯৪ সালে ছাত্রলীগের উপজেলা কমিটিতে সদস্য হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার রাজনীতি শুরু করেন। ২০২১ সালে যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদ লাভ করেন।
প্রসঙ্গত, যশোরের ঝিকরগাছা-চৌগাছা এই দুই উপজেলা নিয়ে সংসদীয় এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ৯০৩ জন। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নাসির উদ্দিন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
