avertisements 2

স্বপ্নপূরণ হলো না পরিবারের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ১২:৪০ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালো বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) পদে চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের হতদরিদ্র সুকুমার বিশ্বাসের ছেলে সুকেন কুমার বিশ্বাস (২৭)। তার মৃত্যুতে পরিবাটির স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল।

পরিবার সূত্র জানায়, সুকেন ঢাকা সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতো। এরই মধ্যে সে পুলিশের সাব ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ পায়। সকল প্রক্রিয়া শেষে আগামী ১৮ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার দিন নির্ধারিত ছিল।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বাড়িতে ফোন করে জানায় তার ডায়রিয়া হচ্ছে। এর পর থেকে তাকে ফোনে পাচ্ছিল না পরিবার। রাত দশটার দিকে তার বাড়িওয়ালার ছেলে ফোন করে জানায় সুকেন খুবই অসুস্থ। এ খবর পেয়ে সুকেনের ছোট ভাই সুজন ও তার চাচাতো ভাই রাত তিনটার দিকে সাভার পৌঁছায়।

সুকেনের চাচাতো ভাই অমিত বিশ্বাস জানায়, তারা গিয়ে দেখে সুকেনকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে তার প্লাটিলেট অস্বাভাবিক কমে যাওয়া ও পানি শূন্যতায় তার মৃত্যু হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2