avertisements 2

বরগুনায় দিঘিতে মিলল ৯৫ ইলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ আগস্ট,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৪

Text

বরগুনার পাথরঘাটায় সিদাম বাড়ির দিঘিতে পাওয়া গেল ইলিশ। ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলার একটি দিঘিতে (সিদাম বাড়ির দিঘি নামে পরিচিত) ২০০ গ্রাম ওজনের ৯৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৭৫ শতাংশ জমির দিঘিটির মালিক ২১ জন বলে জানান স্থানীয়রা।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রায়হানপুর ইউপির এই দিঘিতে জাল টেনে মাছ ধরা হলে ইলিশগুলো পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

দিঘিটির একজন মালিক আসলাম বলেন, দিঘিটিতে প্রতিবছর মাছ ধরা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল জাল টেনে মাছ ধরা হলে অন্যান্য মাছের সঙ্গে ৯৫টি ইলিশ মাছ পাওয়া যায়।

স্থানীয় জামাল মিয়া বলেন, দিঘিতে একসঙ্গে এত ইলিশ পাওয়ার ঘটনা এই প্রথম শুনলাম। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আবুল বাশার নামের আরেকজন বলেন, স্থানীয়ভাবে দিঘিটি সিদাম বাড়ির দিঘি নামে পরিচিত। দিঘিতে পাওয়া ইলিশগুলো বেশি বড় নয়। মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়নি।

স্থানীয় সুমন বলেন, দিঘির পাশে একটি খাল রয়েছে। সেই খাল বলেশ্বর নদীর সঙ্গে সংযুক্ত। ধারণা করছি জোয়ারের পানির সঙ্গে ইলিশের পোনা এসে এই দিঘিতে ঢুকে পড়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বরগুনার পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীতে প্রতিবছর ইলিশ ডিম ছেড়ে থাকে। পরবর্তীতে সেই ডিম অথবা ইলিশের বাচ্চা জোয়ারের পানির সঙ্গে গিয়ে নদী ও খাল তীরবর্তী বিভিন্ন পুকুর ও দিঘিতে ঢুকে পড়ে এবং সেখানেই বড় হয়। এ জন্য আমরা বিভিন্ন সময় পুকুর এবং দিঘিতে ইলিশ মাছ পাওয়ার খবর পেয়ে থাকি। এটি স্বাভাবিক ঘটনা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2