avertisements 2

বগুড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ আগস্ট,শুক্রবার,২০২৩ | আপডেট: ০২:৪৪ এএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

এসআই মিথুন সরকার। ফাইল ছবি

বগুড়ায় মিথুন সরকার (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এ ভুক্তভোগী তরুণী মামলাটি করেন। পরে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।   

অভিযুক্ত মিথুন সরকার বগুড়ার শেরপুর থানায় এসআই পদে কর্মরত ছিলেন। গত ৯ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। মিথুন সরকার শেরপুর সদরের বয়রা পালপাড়া গ্রামের সুনীল সরকারের ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযোগকারী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেমের সম্পর্কের জেরে ওই ছাত্রীর বিয়ে হয়। তবে স্বামীর পরিবার মেনে না নেওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কয়েক মাস আগে বিয়ে সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী তরুণী পুলিশের সহায়তা নেন। ওই সমস্যার সূত্র ধরে অভিযোগকারীর মোবাইল নম্বর নেন অভিযুক্ত মিথুন সরকার। তিনি নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে আইনি সহয়তা দেওয়ার কথা বলে ওই তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩ জুন মিথুন সরকার ওই তরুণীকে নিয়ে ঘুরতে যান। ওই দিন বিকেলে তাকে ধর্ষণ করেন এসআই। ওই সময় মিথুন সরকার ঈদুল আযহার পরে তাকে বিয়ের আশ্বাস দেন। পরে ২৭ জুন মিথুনের সঙ্গে দেখা করতে শেরপুর থানায় যান ওই তরুণী। তখন তিনি জানতে পারেন মিথুন সরকার অন্য ধর্মের অনুসারী। পরে এসব বিষয় নিয়ে তার সঙ্গে একাধিকবার আলোচনায় হয়। কিন্তু মিথুন সরকার ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি আদালতে মামলা করেন। 

ভুক্তভোগীর আইনজীবী লুৎফর রহমান বলেন, মামলা আমলে নিয়ে পুলিশ পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই মিথুন সরকার বলেন, ‘অভিযোগ সব মিথ্যা। তার সঙ্গে কোনো সম্পর্কই হয়নি। কেন আমার বিরুদ্ধে মামলা করেছে জানিনা।’ 

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2