avertisements 2

কুমিল্লায় হাসপাতালে নানির কোল থেকে নবজাতক চুরি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৪৫ এএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। চুরি যাওয়া নবজাতকের বয়স চার দিন। ওই নবজাতক হাসপাতালেই জন্ম নেয় এবং গাইনি ওয়ার্ডে ভর্তি ছিল।

নবজাতকটি কুমিল্লা সদর উপজেলার বারোপাড়া এলাকার জসিম উদ্দিন ও আয়েশা বেগম দম্পতির সন্তান৷

জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ইপিজেডে কাজ করি। বৃহস্পতিবার আমার মেয়েসন্তান জন্ম নেয়। আমার স্ত্রী এই হাসপাতালেই ভর্তি ছিলেন। আজ গাইনি চিকিৎসক দেখানোর জন্য আমার শাশুড়ি টিকিট কাউন্টারে আসেন। সেখানে এক নারী আমার শাশুড়িকে বলে সে টিকিট কেটে দেবে। নবজাতককে তার কাছে দেওয়ার জন্য বলে। আমার শাশুড়ি তার কোলে দেন। এরপর ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

নবজাতকের নানি নূরজাহান বেগম বলেন, ‘আমাকে বলে, টিকিট কেটে দেবে। এই বলেই আমার কোল থেকে তাকে নিয়ে গেছে। সে টিকিট কাউন্টারের পেছনে গিয়ে আর আসেনি।’

কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আব্দুল করিম খন্দকার বলেন, ‘ওই বাচ্চা সুস্থ ছিল। তাদের গাইনি ডাক্তার দেখানোর কোনও পরামর্শ কেউ দেননি। বাচ্চার স্বজনরা নিজে থেকেই ডাক্তার দেখানোর জন্য বাচ্চাকে নিয়ে বের হন। বাচ্চা থাকার কথা ওয়ার্ডে, কিন্তু তিনি কেন নবজাতককে নিয়ে বের হয়েছেন তিনিই ভালো বলতে পারবেন। হাসপাতালে টিকিট কাটার জন্য নবজাতকের কোনও প্রয়োজন নেই। আমরা সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমি জেনেছি। নবজাতকের নানি অচেনা এক নারীর কোলে নবজাতককে দিয়েছেন। এরপর থেকে নবজাতকসহ সেই নারীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2