ক্লাস চলার সময় হঠাৎ বজ্রপাতে মাদরাসার ৯ শিক্ষার্থী আহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৪৬ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে মাদরাসার ক্লাস চলাকালে বজ্রপাতে ৯ শিক্ষার্থী গুরুত্ব আহত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো- আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। এরা সবাই রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চাকিরপাশা দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া জাগো নিউজকে বলেন, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণীর ৯ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বজ্রপাতে আহত ৯ মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে এলে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে সাত মেয়ে ও দুই ছেলে আছে। এ ৯ জনের মধ্যে দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রাখছি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জাগো নিউজকে বলেন, দুপুরে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ৯ শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
