avertisements 2

নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে, ভ্রাম্যমাণ আদালত বাবার কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুলাই, বুধবার,২০২৩ | আপডেট: ০৩:৩৫ এএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

 ছবি: সংগৃহীত 

সাতক্ষীরার তালা উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ায় বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এ কারাদণ্ড দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন। 

সাজাপ্রাপ্ত অরুপ কাশ্যপী তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।

তালা উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সোমবার রাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই গ্রামের সমীর ঘোষের ছেলে দীপ্ত ঘোষের সঙ্গে বিয়ে হয়। এমন খবরে কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শম্পা ভট্টাচার্য এবং আবৃত্তি শিক্ষক আনিছা খাতুন সেখানে উপস্থিত হন। তখনই কনেকে নিয়ে বর পালিয়ে যান।

নাজমুন নাহার আরও বলেন, মঙ্গলবার কনের বাবা অরুপ কাশ্যপীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বর এবং তার বাবাকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2