avertisements 2

একদফা দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:১৮ পিএম, ৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫

Text

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার একদফা দাবিতে গণঅনশন শুরু করেছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এর আগে গত বুধবার একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছিলেন ৭ কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস নেয়া হয়। যা আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। আমরা চাই ফলাফল প্রকাশে সময়সীমা ৩ মাসে নামিয়ে আনা হোক। আমরা পরবর্তী বর্ষের প্রস্তুতির জন্য ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়ে থাকি। তাই সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সকল বিষয়ে পরীক্ষা দেয়া সম্ভব নয়। তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই। দাবি না মানা পর্যন্ত আমরা গণঅনশন চালিয়ে যাবো।

অনশনে থাকা শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত ব্যানার পোস্টার নিয়ে অবস্থান করেন। সেইসঙ্গে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের মুখপাত্র মোখলেসুর রহমান রবিন দাবির পক্ষে যুক্তি উপস্থাপন শেষে নির্ধারিত সিজিপিএ শিথিল করে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দাবি করেন। সেইসঙ্গে দাবি না মানা পর্যন্ত গণঅনশন চালিয়ে যাবার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ই ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই ৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। ৭ কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। প্রায়শই নানা দাবি নিয়ে আন্দোলন করেন এই শিক্ষার্থীরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2