স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলেন ওবায়দুল কাদেরের ভাগ্নে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০২ পিএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৩৫ এএম, ২ আগস্ট,শনিবার,২০২৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ মঞ্জু। নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এই ঘোষণা দেন।
লাইভে এসে তিনি বলেন, আমার পিতা এই এলাকার মানুষের সাথে ছিলেন সুঃখ-দুঃখে দীর্ঘ দিন। আমি আশা করেছিলাম যে অন্তত আওয়ামী লীগ করেও দীর্ঘদিন আওয়ামী লীগের থেকে কিছু পাইনি, এবং কখনো কিছু চাইনি। ছোট্ট জায়গাটুকু, এমন কোন বড় কিছু না। জনগণের সাথে থাকা, সম্পৃক্ত থাকা এটাই।
সেটা নিয়েও কোন অদৃশ্য কারণে রাজনীতি করা হয়েছে। সেটা ঠিক আমি বুঝতে পারিনি। যাই হোক দল দলের সিন্ধান্ত নিয়েছে। আমরা যতটুকু জেনেছি আজকে চরপার্বতীর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এক তরফাভাবে দলকে যা ইচ্ছে তা করা হয়েছে, নমিনেশন নিয়ে যা ইচ্ছে তা করা হয়েছে। যাই হোক, আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না।
যারা আমাকে কথা দিয়ে কথা রাখেনি, এটা তাদের বিষয়। কিন্তু আমি জনগণকে কথা দিয়েছি, আমি নির্বাচন করব। আমি নির্বাচনে আছি, নির্বাচনে থাকব। আমি আসন্ন ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করব।
তিনি আরো বলেন, আমার একটি কর্মীর সাথে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। তাহলে এর দায়দায়িত্ব যারা দলীয় মনোনয়ন দিয়েছে তাদেরকে নিতে হবে।