avertisements 2

টানটান উত্তেজনা, গাজীপুর ১ ও ২ আসনে কে পাচ্ছেন নৌকার টিকেট?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ১০:০৬ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

যে কারণে মনোনয়ন চান জাহাঙ্গীর
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে ব‌লেন, আরও ব‌্যাপকভা‌বে জনগ‌ণের জন‌্য কাজ করতে আমি সংসদ সদস্য হ‌তে চাই। এর আগে মেয়র হিসে‌বে দা‌য়িত্ব পালন করে‌ছি। জনগ‌ণের সুখ-দুঃখ কাছ থে‌কে দে‌খে‌ছি। বঙ্গবন্ধুকন‌্যা শেখ হা‌সিনা য‌দি আমা‌কে যোগ‌্য ম‌নে ক‌রেন, তাহ‌লে মানু‌ষের জন‌্য আরও বে‌শি কাজ করার সু‌যোগ পা‌ব।

উল্লেখ্য, ‘ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে’ চলতি বছর তার বহিষ্কারাদেশ তুলে নেয় আওয়ামী লীগ।

পরে নিজ বাসায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাজীপুরের যেকোনো আসনে এমপি পদে দাঁড়াতে চান বলে জানান। তাকে মনোনয়ন দিলে তিনি গাজীপুরের ৫টি আসনেই নৌকা প্রতীককে বিজয়ী করতে সক্ষম বলে দাবি করেন।

ওই সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বলেছিলেন, ‘আওয়ামী লীগ আমাকে ক্ষমা করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আমাকে যদি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, তবে আমি প্রথমেই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙব। যারা আমেরিকা, ইউরোপসহ বিদেশে টাকা পাচার করছেন, তাদের সম্পর্কে আমরা নিজেরা খোঁজখবর রাখছি। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।’

আগামী নির্বাচনে আরও যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন
জাহাঙ্গীর ছাড়াও গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম।

এদিকে, গাজীপুর-১ (গাজীপুর সদরের বাসন-কোনাবাড়ি- কাশিমপুর ও কালিয়াকৈর) আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করায় জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ১৯ নভেম্বর আজীবন বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে ২০২২ সালের ১৭ ডিসেম্বর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় ২০২৩ সালের ১৫ মে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ।

পরে চলতি বছরের ২১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দেওয়ার কথা জানায় আওয়ামী লীগ। ‘ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করা’র শর্তে তাকে ক্ষমা করা হয় বলে দল থেকে জানানো হয়। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2