avertisements 2

কলেজ ভবনে ৭০ মৌচাক, বাড়তি আয়ের সুযোগ কর্তৃপক্ষের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের পুরো ভবনে বসেছে ৭০টি মৌচাক। কলেজ ভবনের কার্নিশ যেন এখন মৌমাছিদের মিলনমেলা ও নিরাপদ আশ্রয়স্থল। এতগুলো মৌচাক থাকলেও কলেজের ছাত্র কিংবা শিক্ষকদের বিরক্ত করছে না মৌমাছিরা। এ ঘটনায় মৌচাক থেকে মধু সংগ্রহ করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে কলেজ কর্তৃপক্ষের।  রোববার (৩০ জানুয়ারি) বিকেলে নকলা উপজেলার কলেজ চত্বরে সরেজমিনে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। 

জানা যায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত নকলা উপজেলার কলেজের চারতলা ভবনটি নির্মাণ করা হয় ২০১৮ সালে। এদিকে নকলার চন্দ্রকোনা ইউনিয়নে সরিষার আবাদ বেশি হয়ে থাকে। আর সরিষার আবাদ বেশি হওয়ায় শীত মৌসুমে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য দলবেঁধে এই এলাকায় অবস্থান করে থাকে। তবে সরিষার আবাদ শেষ হলেও মৌমাছিগুলো অন্যত্র যায় না।

বিগত ২০১৮ সাল থেকে প্রতিবছর এই সময়ে মৌমাছির দল নকলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের ভবনে তৈরি করে মৌচাক। এদিকে কলেজে এতগুলো মৌচাক দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করে উৎসুক জনতা।

এ বিষয়ে চন্দ্রকোনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা কলেজ কর্তৃৃপক্ষ সত্যিই আনন্দিত যে প্রতিবছর এই সময়ে মৌমাছিরা আমাদের এখানে বাসা বাধে। প্রথমদিকে চন্দ্রকোনা ডিগ্রি কলেজের আশাপাশের লোকজন মৌচাক থেকে বিনামূল্যে মধু সংগ্রহ করে খাঁটি মধুর স্বাদ নিত বা বিক্রি করত। তবে নতুন বছরে কলেজ কর্তৃপক্ষ নিজেরাই মৌচাকগুলোর দেখভাল করছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ৫২ হাজার টাকার মধু বিক্রি করা হয়েছে। আমরা আশাবাদি আগামী দিনে মৌচাক ও মধুর পরিমাণ বাড়বে। আমরা লক্ষাধিক টাকার মধু বিক্রি করতে পারব। 

নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান গেন্দু ঢাকা পোস্টকে বলেন, এই এলাকায় প্রতিবছর সরিষার বাম্পার ফলন হয়। তাই আশপাশের এলাকা থেকে মৌমাছিরা দলবেঁধে সরিষার মধু সংগ্রহ করতে আসে।

তিনি আরও বলেন, মজার ব্যাপার হলো সরিষার চাষ শেষ হলে মৌমাছিরা ফিরে না গিয়ে এই এলাকার বড় বড় গাছ বা উঁচু ভবনে মৌচাক তৈরি করে। এরই ধারাবাহিকতায় মৌমাছির দল চন্দ্রকোনা ডিগ্রি কলেজের বিভিন্ন স্থানে মৌচাক করেছে। এতে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে কলেজ কর্তৃৃপক্ষ বাড়তি আয় করার সুযোগ পেয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2