অর্থাভাবে ঢাবিতে ভর্তি হতে না-পারা ছাত্রের দায়িত্ব নিলেন ইউএনও
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ৩১ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট:  ০২:৫৮ পিএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পেয়েও আর্থিক অসচ্ছলতায় ভর্তি হতে না-পারা মেধাবী ছাত্র আবদুল কাদেরের ভর্তির দায়িত্ব নিলেন মিঠাপুকুর উপজেলার জননন্দিত ইউএনও ফাতেমাতুজ-জোহরা। ভর্তির প্রয়োজনীয় খরচ মেটাতে নিজস্ব তহবিল থেকে ওই শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেছেন তিনি।
জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মুরারীপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী দিনমজুর শহিদুল ইসলামের ছেলে আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ভর্তির জন্য পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষায় আব্দুল কাদের উত্তীর্ণ হলেও আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না ওই শিক্ষার্থী।
বিষয়টি রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ-জোহরার নজরে আসলে সোমবার দুপুরে তিনি মেধাবী ছাত্র আবদুল কাদেরকে তার অফিসে ডেকে নেন। এ সময় ঢাবিতে ভর্তির জন্য ওই শিক্ষার্থীকে নিজের বেতনের অংশ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দেন ইউএনও ফাতেমা।
অনিশ্চিত ভবিষ্যতের সমস্যা নিরসনে আশার আলো দেখতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেন শিক্ষার্থী আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।


                                    
                                    
                                    
                                    
                                    


