avertisements 2

১০ হাজার কর্মী নেবে ফেসবুক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

ইউরোপের দেশগুলো থেকে ১০ হাজার কর্মী নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কর্তৃপক্ষ। তারা ‘মেটাভার্সে’র উন্নয়নে এ কর্মীদের কাজে লাগাবে। সোমবার ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিবিসির এ খবর জানিয়েছে।

মেটাভার্স হলো ভার্চ্যুয়াল জগৎ, যেখানে লোকজন খেলা, কাজ ও যোগাযোগের সুযোগ পাবেন। এ সুবিধা নিতে লোকজন ভিআর হেডসেট ব্যবহার করবেন। এ ধারণাটি এসেছে ফেসবুকের প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গেও মাথা থেকেই।

মেটাভার্স প্রযুক্তিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করা সম্ভব হবে। এ প্রযুক্তি এতোটাই নিখুঁত হবে যে, ব্যবহারকারীদের মনেই হবে না তারা ঘটনাস্থলে সশরীর উপস্থিত নেই।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2