avertisements 2

আমু ও তাঁর মেয়েকে কটূক্তি, হাইকোর্টে জামিন পাননি ছাত্রলীগ নেতা 

আমু ও তাঁর মেয়েকে কটূক্তি, হাইকোর্টে জামিন পাননি ছাত্রলীগ নেতা 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তাঁর মেয়ে সুমাইয়া হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন এসকে ইউসুফুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আমির হোসেন আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ মো. রাব্বীর বিরুদ্ধে গতবছর ৫ ডিসেম্বর মামলা হয়। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু বাদী হয়ে ঝালকাঠি থানায় রাব্বিসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় রাব্বীকে গ্রেপ্তার করা হলেও তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এছাড়া মামলায় পুলিশ গত ৯ এপ্রিল আরেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি কারাবন্দী। এরপর তিনি নিম্ন আদালতে জামিন আবেদন করলেও জামিন পাননি। এ অবস্থায় তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।

হাইকোর্টে তার জামিন আবেদনের ওপর শুনানিকালে আদালত জানতে পারেন, তরিকুল ইসলামের বিরুদ্ধে আরো সাতটি মামলা রয়েছে। এ অবস্থায় আদতালত তাকে জামিন দিতে রাজি হননি। আদালত তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিতে আদেশ দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2