বাংলাদেশের ২৫ সরকারি-বেসরকারি ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের দখলে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ আগস্ট,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:৫২ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

দেশের ২৫টি সরকারি-বেসরকারি ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের কবলে পড়েছে। সম্ভাব্য সাইবার হামালার ঝুঁকির মধ্যেই ওয়েবসাইটগুলো এ হ্যাকিংয়ের কবলে পড়ল। হ্যাকিংয়ের স্বীকার হওয়া ওয়েবসাইটের মধ্যে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ওয়েবসাইটের তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে।
জার্মানিভিত্তিক ডয়চে ভেলের খবরে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছিল ভারতীয় হ্যাকারদের একটি দল। এরপর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। সতর্কতার মধ্যেই দেশের বিভিন্ন ওয়েবসাইট তথ্য ফাঁসসহ সাইবার হামলার স্বীকার হয়েছে।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যার মধ্যে বিনিয়োগকারীদের নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ও সরকারের মিউচুয়াল ফান্ডের তথ্য রয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ওয়েবসাইট থেকে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আদায়কৃত রাজস্বের পরিসংখ্যান ফাঁস হয়েছে।
ভারতীয় হ্যাকাররা দাবি করছে, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য তাদের দখলে রয়েছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল, পুলিশের বিভিন্ন ইউনিট, কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট ও টিকেটিং ওয়েবসাইট হ্যাক হয়েছে।
সাইবার হামালার আশঙ্কা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সহায়তায় সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যাংকগুলো সতর্ক অবস্থানে ছিলো বলে জানায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।
দুই মাসের ব্যবধানে দেশের সাইবার জগতে দ্বিতীয়বারের মতো হামলায় তথ্য নিরাপত্তার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। সাইবার হামালার প্রথম ঘটনাটি ঘটে জুন মাসের ২০ তারিখে।
এদিকে, নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সার্ভারটি গতকাল মঙ্গলবার দুপুরে বন্ধ করে দেয়। রক্ষণাবেক্ষণের কাজ শেষে আজ বুধবার তা খুলে পুনরায় খুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার বা সার্ভারে সাইবার হামলার কোনো আলামত পাওয়া যায়নি।
উৎসঃ আমাদের সময়