avertisements 2

হজের আনুষ্ঠানিকতা শুরু, পবিত্র কাবা ঘিরে হাজিদের ভিড়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ১১:১৫ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

Text

ফাইল ছবি

মরুভূমির লু হাওয়া উপেক্ষা করে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি লোক সমাগমের মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

আজ রবিবার (২৫ জুন) সৌদি আরবের মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবাঘর তাওয়াফ করার মধ্য দিয়ে শুরু হয় হজের কার্যক্রম। এদিন কাবা ঘরের কাছে লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন। মক্কা ও এর আশেপাশে চার দিনের ধারাবাহিক ধর্মীয় আচার পালনের মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।

এবার হজ করতে ১৬০ দেশের ১৬ লাখের বেশি মানুষ উপস্থিত হয়েছে সৌদি আরবে। শুক্রবার (২৩ জুন) পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে ১৬ লাখ ২৬ হাজার ৫০০ জন যাত্রী সৌদি আরবে এসেছেন বলে জানায় দেশটির পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট। সাম্প্রতিক বছরগুলোর উপস্থিতির রেকর্ড এবার ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৬৫ বছর বয়সী মিসরের নাগরিক আবদেল-আজিম তাওয়াফ ২০ বছর ধরে হজের জন্য ৬ হাজার ডলার জমিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো যাপন করছি। স্বপ্ন সত্য হয়েছে।’ 

সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের সবাই তার জীবনে অন্তত একবার পবিত্র হজব্রত পালনের আকাঙ্ক্ষা লালন করেন। আর সামর্থ‍্যবানদের ক্ষেত্রে জীবনে একবার এই হজ পালনের বাধ্যবাধকতা রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2