সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১৮ এএম, ৯ জানুয়ারী,শুক্রবার,২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আবারও সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে করোনা পরীক্ষা করালে তাদের ফল পজিটিভ আসে। ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ শাখা জানায়, মেয়র আতিক, তার স্ত্রী, মেয়ে ও গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হলে তিনি হাসপাতালে ভর্তি হবেন। মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।





