avertisements 2

ঢাকায় ৫০ টাকায় গরুর মাংস!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:০৭ পিএম, ১২ মে, বুধবার,২০২১

Text

সময়ের সাথে পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে দ্রব্যমূল্যের দাম। সেইসাথে মাছ মাংসের কথা তো বলাই বাহুল্য। দাম নাগালের বাইরে হওয়ায় অধিকাংশ নিম্নবিত্ত মানুষ খেতে পারেন না গরুর মাংস। কিন্তু রাজধানীতে এবার দেখা গেল ভিন্ন চিত্র। মিরপুরে নিম্নবিত্ত পরিবারের জন্য ৫০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।

মিরপুর-১২ নম্বরের ই-ব্লকের ৩৩ নম্বর সড়কের পশ্চিম দিকে বিহারি পট্টিতে ‘ভাতিজা শাহিদ ও শরিফের দোকান’ নামে গরুর মাংসের দোকানে নিম্নবিত্ত পরিবারের জন্য ৫০ টাকায় মাংস বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এ দোকানে গরু ও মুরগির মাংস বিক্রি করেন শরিফ ও নবাব নামের দুই ভাই। এ দোকানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত দোকানে মুরগি ও গুরুর মাংস বিক্রি করা হয়।

৫০ টায়ায় গরুর মাংস বিক্রির বিষয়ে দোকানি শরিফ বলেন, বিহারি পট্টিতে নিম্ন আয়ের মানুষের বসবাস। এখানে কারও গরুর মাংস খেতে ইচ্ছে করলে ৫০ টাকায় কিনতে পারেন। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৫৭০ টাকায় বিক্রি করা হয়। শরিফ আরো জানান, ৫০ টাকায় গরুর মাংস বিক্রি করে তৃপ্তি পান তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2