সাত সকালে রাজধানীর সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ,
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ১৮ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১১:০৪ পিএম, ২৮ এপ্রিল,সোমবার,২০২৫

রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মাওয়েল গেটের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত স্বামী-স্ত্রী হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলম বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আজমেরী নামের একটি দ্রুতগামী বাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আকাশ ইকবাল ও তার স্ত্রী মারা যান। আকাশ ইকবালের বাড়ি ফরিদপুর সদর উপজেলার দৌলোদিয়া গ্রামে। তার বাবার নাম শেখ জাফর ইকবাল। তারা ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় থাকতেন।
তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটিব্যাগে টান, হিঁচড়ে টেনে নিয়ে গেল নারীকে

ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’
