avertisements 2

মহাখালী খাজা টাওয়ারে আগুন: নিখোঁজ সেই আকলিমার লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ অক্টোবর,শুক্রবার,২০২৩ | আপডেট: ১১:৩৩ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

Text

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে লাগা আগুনের ঘটনায় নিখোঁজ আকলিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ১২টা ৩৫ মিনিটে খাজা টাওয়ারের ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এবিষয়ে নিহতের মামাতো ভাই আজিম বলেন, খাজা টাওয়ারের রেস অনলাইন লিমিটেডে কাজ করত আকলিমা। বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছিল। সেই সময় বলেছিল সে আটকে পড়েছে। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি।

রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের লোকেরা আমার বোনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। তার মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস মোট উদ্ধার ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। এরমধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2