৫ আগস্ট বিকেলে উপস্থাপন হবে জুলাই ঘোষণাপত্র
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ আগস্ট,শনিবার,২০২৫ | আপডেট: ১২:৫৬ এএম, ৩ আগস্ট,রবিবার,২০২৫

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে। শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
এতে বলা হয়, আগামী মঙ্গলবার গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অবিলম্বে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
এর আগে, গতকাল শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তা প্রকাশের ঘোষণাও দেয়া হয়। এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিষয়টি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেনে নেয়।
এরপর জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকার। নেয়া হয় দলগুলোর মতামত। পরবর্তীতে দলগুলোর কাছে ঘোষণাপত্রের খসড়াও পাঠায় সরকার। পরে দলগুলোর মতামতের ভিত্তিতে খসড়াটি চূড়ান্ত করা হয়।