avertisements 2

১৭ বছর পর দেশের মাটিতে ডা. জোবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মে,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ০৬:৫৪ পিএম, ৬ মে,মঙ্গলবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি ঢাকার আকাশসীমায় এসে পৌঁছে।

প্লেনফাইন্ডারের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে উড়োজাহাজটি রানওয়ে স্পর্শ করে।

বেগম জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা। এর পর এতদিন দেশে ফেরার সুযোগ হয়ে ওঠেনি তার।

সিলেটে জন্মগ্রহণকারী ডা. জোবাইদা রহমান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান এবং পরে এরশাদ সরকারের সময়ে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ছিলেন তার চাচা।

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে ফিরে আসার পর বেগম জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন দলের হাজারো নেতাকর্মী।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশান-২–এ অবস্থিত বেগম জিয়ার বাসভবন 'ফিরোজা' তাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি রাত পৌনে ১২টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2