গাইবান্ধা-৫ আসনে নির্বাচন স্থগিত
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ৬ জানুয়ারী,শনিবার,২০২৪ | আপডেট:  ০৭:২৮ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    নওগাঁ-২ আসনের পর এবার গাইবান্ধা-৫ আসনে নির্বাচন বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে ভোট গ্রহণ করা হবে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছে ইসি।
এদিকে, গাইবান্ধা-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা (সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. ইসাহাক আলীসহ চার কর্মকর্তাকে নির্বাচনি কার্যক্রম পরিচালনা থেকে অবিলম্বে প্রত্যাহারের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসন ভোট গ্রহণ স্থগিত করে ইসি। সে সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল মার্কা) মারা যাওয়ায় নির্বাচন বন্ধ করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।


                                    
                                    
                                    
                                    
                                    


