avertisements 2

জামালপুরে ইসি আলমগীর

নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর, বুধবার,২০২৩ | আপডেট: ০৬:০৩ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি: সংগৃহীত 

বিদেশিদের চাপ দেয়ার অধিকার নাই উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে বিদেশিরা। আমরা সবসময় বলে আসছি, তারা (বিদেশিরা) আমাদের ওপর কোনো চাপই দেন নাই।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা (বিদেশিরা) জানতে চায় যে, সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। তারা আমাদের কার্যক্রমের মাধ্যমে বুঝতে চায় আসলে আমরা একটা ভালো নির্বাচনের জন্য যে সমস্ত পদক্ষেপ নেয়ার প্রয়োজন, সেসব নিয়েছি কি না।’


বুধবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী আচরণবিধি নিয়ে তিনি বলেন, 'নির্বাচন আচরণবিধি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য নয়।'

জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানরা উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2