avertisements 2

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য কমিশনের নেই : সিইসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:১০ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

ফাইল ছবি

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনের বড়জোর দুই মাস সময় আছে। আমাদের কিছু কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। নির্বাচন বিষয়ে যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি তা আপনাদের অবহিত করা। কারণ রাজনৈতিক দলগুলোই হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এবং নির্বাচনের প্রধান অংশীদার।


শনিবার (৪ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানানোসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। যদি দ্রুততার কারণে কোনো দল অংশগ্রহণ না করে থাকেন, তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে। কারণ আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। এ আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ২২টি দলের অংশগ্রহণের কথা ছিল। তবে বিএনপি ও সমমনা ৯টি দল ইসির আলোচনায় অংশগ্রহণ করেনি।

সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সংকট নিরসণে আপনারও (রাজনৈতিক দলের নেতারা) চেষ্টা করতে পারতেন। নির্বাচন বিষয়ে বিদেশিরা এসে অনেক পরামর্শ দিচ্ছেন, অথচ আপনারা (রাজনৈতিক নেতারা) দিতে পারছেন না। আপনার রাজনৈতিক নেতা হিসেবে এই দায়িত্ব নিতে পারতেন, নিজেদের মধ্যে সংলাপ করে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বারবার চেষ্টা করতে পারতেন।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2