avertisements 2

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:১৯ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া কালের কণ্ঠকে ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা একজনের মৃত্যুর তথ্য দিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত ৩০ থেকে ৩৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর অনেকে আহত হয়েছে। তাদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2