avertisements 2

সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি সংসদে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১১:০২ পিএম, ১৭ মে,শুক্রবার,২০২৪

Text

ছবি- সংগৃহীত

দুরারোগ্য ব্যাধি টিউবেরাস স্ক্লেরোসিসে ভোগে কদিন আগেই মাত্র বিশ বছর বয়সে প্রয়াত হয়েছেন সারাহ ইসলাম ঐশ্বর্য। মারা যাওয়া আগে তিনি কিডনি ও কর্নিয়া দান করে অনন্য নজির স্থাপন করে গেছেন। মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করার ঘটনা এটাই দেশে প্রথম। মরণোত্তর কিডনি ও কর্নিয়া দানের স্বীকৃতিস্বরূপ সারাহ ইসলাম ঐশ্বর্যকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ দাবি তোলেন।

তিনি বলেন, গত ১৮ জানুয়ারি রাতে দেশে প্রথমবারের মত মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এই কিডনি দান করেছেন ২০ বছর বয়সী সারাহ ইসলাম। এর মধ্য দিয়ে তিনি অনন্য নজির স্থাপন করেছেন। তিনি কর্নিয়াও দান করেছেন। তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি, সারাহকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানো উচিত। তিনি আরও বলেন, সারাহকে সম্মান জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবে।

মানব অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গদানের সুযোগ তৈরি করার পরার্মশ দিয়ে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ইসলাম বা বিদ্যমান আইনে অঙ্গদানে কোনো বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।গত ১৫ বছরে এই সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2