avertisements 2

বাসা থেকে মাকে সালাম করে ভোট দিতে যাচ্ছেন শাহাদাত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২৭ জানুয়ারী, বুধবার,২০২১ | আপডেট: ০১:৫০ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

ভোট দেয়ার জন্য বাসা থেকে মায়ের পায়ে সালাম করে নগরের পশ্চিম বাকলিয়ায় যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি নগরের বাদশা মিয়া রোডের বাসা থেকে বের হন। শাহাদাত হোসেন পশ্চিম বাকলিয়ার বিএড কলেজে ভোট দেবেন।

বাসা থেকে বের হওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘পশ্চিম বাকলিয়া, পাথরঘাটা ও জামালখানে আওয়ামী লীগের কর্মীরা ভোটকেন্দ্র দখল করে রেখেছে। গতকাল মঙ্গলবার রাতে বাকলিয়ার ৭ জন বিএনপির এজেন্টকে মারধর করা হয়েছে।’

শাহাদাত হোসেন আরও বলেন, ‘আমি শেষ পর্যন্ত থাকবো। তাদের ভোট ডাকাতির মুখোশ সারাবিশ্বে জানাবো। প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে উঠেপড়ে লেগেছে। আমাদের সহযোগিতা করছে না প্রশাসন।’

শাহাদাত হোসেনের নিজ কেন্দ্র নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজের (বিএড কলেজ) তিনটি কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট নেই। বুধবার সকালে ভোট শুরুর পরপরই কেন্দ্রগুলো ঘুরে বিএনপির কোনো এজেন্টের দেখা পাওয়া যায়নি।

এদিকে চসিক নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ভোট দিয়েছেন। বুধবার সকাল ৯টায় নগরের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় বিপুল ভোটে জয়ের আশা ব্যক্ত করেন রেজাউল করিম।

চসিক নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ২২৬ জন প্রার্থী। এর মধ্যে ৩৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৬৯ জন। বাকি দুই ওয়ার্ডে ওই পদে নির্বাচন হচ্ছে না। সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৫৭ জন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2