avertisements 2

২০ দিন ধরে ডুবে আছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৮:৪৬ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

কাপ্তাই হ্রদের পানিতে গত ২০ দিন ধরে ডুবে আছে রাঙ্গামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ উচ্চতায় প্রবাহিত হওয়ায় সেতুটির পাটাতন ও রেলিং পানিতে তলিয়ে গেছে।

সেতুতে প্রবেশের গেটটি খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ রয়েছে। পর্যটকরা যাতে সেতু পারাপার করতে না পারেন সেজন্য বাঁশ দিয়ে সেতুতে প্রবেশের পথটি বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি বিপজ্জনক চিহ্ন হিসেবে টাঙিয়ে রাখা হয়েছে লাল পতাকা।

তবে তারপরও রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকরা সেতুটি দেখতে ভিড় করছেন। আবার কেউ নৌযানে হ্রদ পারাপার করছেন। দূর-দূরান্ত থেকে এই সেতুটি দেখতে আসা পর্যটকদের হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। দীর্ঘদিন সেতুটি পানিতে ডুবে থাকায় পর্যটন ব্যবসাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা শুক্রবার (২২ সেপ্টেম্বর) জানান, পর্যটনের ঝুলন্ত সেতু ডুবে থাকার ফলে বর্তমানে কমপ্লেক্সের কিছুটা আর্থিক ক্ষতি হচ্ছে। সেতুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে। অল্প সময়ের মধ্যে সেতু থেকে পানি নেমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2