avertisements 2

চট্টগ্রামে পাহাড় ধসে শিশুকন্যাসহ বাবা নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:৫১ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটায় নগরের ষোলশহর এলাকায় আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম বিবি জান্নাত এবং তার বাবা মো. সোহেল (৩৫)। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পরিবার নিয়ে পাহাড়ে বাস করতেন সোহেল। রাতভর ভারি বৃষ্টির কারণে ধসে পড়ে পাহাড়। এতে নিজ ঘরেই ঘুমন্ত অবস্থায় মারা যান সোহেল ও তার সাত মাসের মেয়ে জান্নাত। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক জানান, ভারী বৃষ্টির কারণে এ সময়টাতে পাহাড় ধসের ঝুঁকি বেশি থাকে। ঝুঁকিপূর্ণ আই ডব্লিউ কলোনির বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে যেতে মাইকিং করা হচ্ছে।
 
এদিকে, পাহাড় ধসে খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2